Home / সারা দেশ / পালকিতে বউ এনে মায়ের ইচ্ছা পূরণ করলেন ছেলে

পালকিতে বউ এনে মায়ের ইচ্ছা পূরণ করলেন ছেলে

যশোরের ঝিকরগাছায় মায়ের ইচ্ছা পূরণে পালকিতে বিয়ে করেছেন অনুপ কুমার মণ্ডল নামে এক প্রবাসী। এ নিয়ে রীতিমতো বেশ আলোড়ন দেখা দিয়েছে এলাকায়।

অনুপ উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের গণেশ কুমার মণ্ডলের ছেলে। তার স্ত্রীর নাম মাধবী লতা রায় মীম। তিনি একই উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের হিরেন্দ্রনাথ রায়ের বড় মেয়ে।

স্থানীয়রা জানায়, পারিবারিকভাবে শুক্রবার রাতে অনুপের সঙ্গে মীমের বিয়ে হয়।

পালকিতে বর, হেঁটে বরযাত্রী পটকাবাজি, আতশবাজি ও ব্যান্ডদল নিয়ে বাজনা বাজাতে বাজাতে বিয়ে করতে যান তারা।

শনিবার ফেরার সময় সোনাকুড় দক্ষিণ পাড়ার ও হাজিরবাগের মধ্য দিয়ে সাদিপুর ফেরেন। দীর্ঘদিন পরে পালকিতে বিয়ে করতে যাওয়া দেখে বেশ মজা পান এলাকার মানুষ।

বরের বাবা গণেশ কুমার মণ্ডল বলেন, পালকিতে আমার বাবা-মায়ের বিয়ে হয়েছিল। তাই ছেলেদেরও পালকিতে বিয়ে করার ইচ্ছা ছিল আমার মায়ের। কিন্তু সেটা আর হয়নি।

তবে তার নাতবউ পালকিতে এসেছেন। মায়ের ইচ্ছার প্রতি গুরুত্ব দিয়ে আমার ছেলের বিয়ের যানবাহন হিসেবে পালকি ব্যবহার করি।

বর অনুপ কুমার মণ্ডল বলেন, দাদির ইচ্ছা পূরণের জন্য পরিবারের পক্ষ থেকে বিয়েতে পালকি ব্যবহার করা হয়েছে। আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। ডিজিটাল যুগে প্রাচীন বাংলার সংস্কৃতি তুলে ধরে আমি এলাকার মানুষকে পালকি দেখাতে পেরেছি।

About admin

Check Also

লাভের আশায় মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন বরিশালের চাষিরা

কৃষকরা অধিক ফলনের পাশাপাশি বাজারে বেশ ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারেন। এছাড়াও এর …

Leave a Reply

Your email address will not be published.

Recent Comments

No comments to show.