ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। তার ব্যক্তিজীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের কমতি নেই।
বিশেষ করে, তিনি কবে বিয়ে করবেন সেটি জানতে মুখিয়ে আছেন ভক্তরা।






জায়েদ খান বলেন, সবুরের ফল সবসময় মিষ্টি হয়। বাবা-মা’র জীবদ্দশায় আমার বিয়ে দেখে যেতে পারেননি।
তাদের খুব ইচ্ছা ছিলো, আমার বিয়ে দেখার। এখন আমার দুই ভাই ও এক বোন রয়েছে।






সবার সঙ্গে আলোচনা করে যখন সিদ্ধান্ত নিব, তখন সবাইকে নিয়ে বেশ ঘটা করে বিয়ে করব।
তিনি যোগ করেন, মেয়েদের সঙ্গে জড়িয়ে আমাকে নিয়ে অনেকেই গুঞ্জন ছড়ায়। আদৌ কি আমি এ রকম? একদমই না।
আমার ক্যারিয়ারে আমি কখনও সিগারেট খাইনি, মদ্যপান করিনি, জুয়া খেলিনি।






এমন কোনও খারাপ অভ্যাস আমার নেই।